ক্রীড়া ডেস্ক :
প্রাক-মৌসুম ম্যাচের শুরুতে সিদাদ দেপোর্তিভায় মেডিকেল টেস্টের জন্য হাজির হবে বার্সা খেলোয়াড়রা। এই মুহূর্তে বার্সার মূল দলের মাত্র ১০ জন খেলোয়াড় মেডিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে। ধারনা করা হচ্ছে সব খেলোয়াড়রা শিবিরে ফিরতে ১ আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে।
২৫ জুলাইয়ের আগে বার্সা স্কোয়াডে ফিরছেন না আরদা তুরান। তাছাড়া বার্সা শিবিরের জেরার্ড পিকে, ইভান রাকিটিচ, থমাস ভারমালেন, ক্লদিও ব্রাভো, হাভিয়ের মাশ্চেরানো এবং লিওনেল মেসি ছুটি কাটিয়ে ১ আগস্টের ক্যাম্প ন্যুতে ফিরছেন না। তাছাড়া ইউরোতে খেলা মার্ক আন্দ্রে টার স্টেগান, লুকাস ডিগনে এবং স্যামুয়েল উমতিতিতের ৮ আগস্টের আগে বার্সা শিবিরে যোগ দেওয়া হচ্ছে না।
প্রাক-মৌসুম ম্যাচে ডাবলিনে ৩০ জুলাই সেল্টিকের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিবে বার্সা। মূল দলের খেলোয়াড়রা শিবিরে ফিরতে দেরি করলে বার্সা ইয়াং টিম থেকে খেলোয়াড় ডাকতে পারেন কোচ লুইস এনরিকে।