নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ: ময়মনসিংহ উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। সোমবার অনুষ্ঠিত এই উপ-নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জুয়েল আরেং এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নাজিম উদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ-১
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আরেং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৭০ হাজার ১৩৪ ভোট।
নির্বাচনী কাজে নিয়োজিত দু’জন সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলালুজ্জামান সরকার রাত সাড়ে ৭টায় এ তথ্য জানান।
এ আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১শ’ ৩৩টি। আর দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬শ’ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১ হাজার ৬শ’ ২২ জন। নারী ভোটার ছিল ১ লাখ ৮১ হাজার ৭২ জন। নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানান ইউএনও হেলালুজ্জামান সরকার।
ময়মনসিংহ-৩
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান জামান পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট।
এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা নির্বাচনি ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৬২ হাজার ২শ’ ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮শ’ ৯২ জন ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৩শ’ ৪৩ জন।
এরআগে ভোটগ্রহণ চলাকালে দুপুরে জালভোট ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান ভোট বর্জনের ঘোষণা দেন।