আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ(বুধবার) বলেছেন, কাশ্মির নিয়ে ভারতের জন্য দু’টি মাত্র পথ খোলা আছে, হয় তারা তাদের আগ্রাসন বজায় রাখতে পারে কিংবা জাতিসংঘের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অধিকার তাদের ফিরিয়ে দিতে পারে।
কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর চলমান হত্যাকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তান আজ কৃষ্ণ দিবস পালন করছে। এ দিবস উপলক্ষে দেয়া বার্তায় এ সব কথা বলেন নওয়াজ।
বার্তায় আরো বলা হয়েছে, নওয়াজের ভাষায়, কাশ্মিরের চলমান স্বাধীনতার সংগ্রাম মোটেও দমে যাবে না এবং যে জাতি এ ভাবে জেগে ওঠে তাকে স্বাধীনতার পথ থেকে কেউ হটিয়ে দিতে পারবে না। তিনি দাবি করেন, তার ভাষায়, কাশ্মিরের জনগণের বীরত্বব্যঞ্জক সংগ্রামের মুখে ভারতের পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই।
পাকিস্তান সব সময়ই কাশ্মিরের মানুষের সঙ্গে আছে বলেও বার্তায় উল্লেখ করা হয়। নওয়াজ আরো বলেন, কাশ্মিরের মানুষের সঙ্গে পাকিস্তানের এ সম্পর্ক কেবলমাত্র ধর্ম, সভ্যতা বা মানবতার ভিত্তিতে গড়ে ওঠেনি বরং গড়ে উঠেছে রক্তের ভিত্তিতে।
তিনি বলেন, কাশ্মিরিদের কখনোই ছেড়ে যাবে না পাকিস্তান। কূটনৈতিক, রাজনৈতিক এবং মানবিক সব ফোরামেই কাশ্মিরের বিষয়টি তুলে ধরা হবে বলেও জানান তিনি।