নিজস্ব প্রতিবেদক: জঙ্গি সমস্যা মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা সারাবিশ্বে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুলশান হামলাসহ সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী হামলার কথা তুলে ধরে তিনি বলেন, “একের পর এক সমস্যা এসেছে, আমরা তা মোকাবেলা করতে সক্ষম হয়েছি বলে বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত। আমরা যেভাবে সন্ত্রাসের মোকাবেলা করেছি অনেক রাষ্ট্র, সরকার প্রধানরা তার প্রশংসা করেছেন।”
আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরো বলেন, “দেশে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটানো হয়। যাতে করে এ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কিন্তু এখানে সন্ত্রাসের স্থান হবে না। বাংলাদেশ হবে শান্তির দেশ, উন্নত দেশ। ঐক্যবদ্ধভাবে আমরা সন্ত্রাসের মোকাবেলা করব।”
উন্নত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আধুনিক প্রযুক্তি সঙ্গে সন্ত্রাসের ধরণ পাল্টেছে। ধ্বংসাত্মক কার্যকলাপেও আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর হতে হবে।”
অনুষ্ঠানে, পিজিআর সদস্যদের ত্যাগ, কর্তব্যপরায়ণতা, পরিশ্রম ও দক্ষতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময়, পিজিআর এ কর্মরত অবস্থায় নিহত শহীদদের পরিবারের মধ্যে উপহার সামগ্রী ও অনুদান হস্তান্তর করেন তিনি।
এর আগে পিজিআর সদর দফতরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হারুন তাকে স্বাগত জানান। একদল চৌকস গার্ড প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে প্রধানমন্ত্রী পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।
এদিকে, শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ নামের ব্যাধি যাতে ঢুকতে না পারে, সে বিষয়ে অভিভাবকসহ কলেজ অধ্যক্ষদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসায় জঙ্গিবাদ ঢুকবে আর আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকব, তা হয় না। সমগ্র জাতি একসঙ্গে মিলে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেব।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজ অধ্যক্ষদের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।