বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস ও বিএনপিকে দুর্বল করার নীলনকশার অংশ হিসেবে তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাসের রায় বাতিল করে সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরো বলেন, ১/১১ সরকার অবৈধভাবে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছিল। দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকায় নিম্ন আদালত তারেক রহমানকে খালাস দিয়েছিলেন। সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুদকের মাধ্যমে আপিল করে সাজা দিয়েছে।
অর্থ পাচারের ঘটনার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা ছিল না দাবি করে রিজভী বলেন, কোনো সাক্ষীর বক্তব্যেও মামলার রায় বাতিলের মত কোনো তথ্য প্রমাণ আসেনি।
রায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, এই মামলায় নিম্ন আদালত থেকে তারেক রহমান খালাস পেলেও সরকারের ইচ্ছে পূরণে দুদকের করা আপিলে উচ্চ আদালত সেসব তথ্য-প্রমাণ আমলে নেয়নি।
তিনি আরো বলেন, সরকার যে বিচার ব্যবস্থাকে করায়ত্ত করে নিজেদের ইচ্ছা পূরণের কাজ চালিয়ে যাচ্ছে, তার প্রমাণ হচ্ছে, যে বিচারক তারেক রহমানকে খালাস দিয়েছিলেন, তিনিও বাংলাদেশে টিকতে পারেননি, বাংলাদেশে থাকতে পারেননি। এ সময় সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে নতুন ইস্যু তৈরির অংশ হিসেবে তারেক রহমানকে সাজা দিয়েছে বলেও জানান রিজভী আহমেদ।
এদিকে, হাইকোর্টে রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অনেকটা ঘিরে রাখা হয়। রায়ের পর বেলা সাড়ে ১১টার দিকে রুহুল কবির রিজভী যখন দলীয় কার্যালয়ে আসেন সে সময় কার্যালয়ে হাতে গোণা কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকালে কার্যালয়ের সামনে থেকে দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১১ জনকে আটক করে পুলিশ।
অপরদিকে, তারেক রহমানের সাত বছর কারাদণ্ডের রায় শনিবারের মধ্যে প্রত্যাহার না করলে রোববার কুমিল্লা জেলায় অর্ধ দিবস হরতাল পালন করবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল। আজ (বৃহস্পতিবার) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার এ ঘোষণা দেন।#
উৎসঃ পার্সটুডে