আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নাইক্লাবে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ফ্লোরিডার ফোর্টমেয়ার্স শহরে অবস্থিত ‘ক্লাব ব্লু’ নাইটক্লাবে আজ (সোমবার) ভোররাতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
লি কাউন্টির পুলিশ কর্মকর্তা লে. জিম মুলিগান জানিয়েছেন, কিশোর-কিশোরীদের এক পার্টি চলার সময় গুলিবর্ষণের এ ঘটনায় নিহতদের একজনের বয়স ১৪ বছর। এ ছাড়া, আহতদের মধ্যে ১৩ বছরের এক শিশুও রয়েছে।
পুলিশ এখনো এ গুলিবর্ষণের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় ঠিক ক’জন জড়িত তা জানাতে পারেননি কর্মকর্তারা।
এর আগে ওই নাইটক্লাবের কাছে আরো দু’টি স্থানে গুলিবর্ষণের খবর প্রচারিত হলেও পরবর্তীতে তা নিশ্চিত করা হয়নি। গতমাসে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডো শহরের একটি নাইটক্লাবে একই ধরনের গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়।#