লন্ডন, ২৫ জুলাই- কাঁধের চোট রোববারের ম্যাচে মাঠে নামতে দেয়নি মুস্তাফিজুর রহমানকে। সোমবার অবস্থা জানার জন্য স্ক্যান করা হবে। সেটার উপরেই নির্ভর করবে পরবর্তী ম্যাচগুলোতে ‘কাটার মাস্টার’ মাঠে নামবেন কিনা। যদিও মুস্তাফিজের এই কাঁধের ইনজুরিটা পুরোনোই। তবে প্রশ্ন হচ্ছে আবার কেন ওই একই জায়গায় ইনজুরিতে পড়বেন বাঁ-হাতি এই পেসার? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন অবশ্য ধারণা করছেন বোলিং বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে নিয়মিত নতুন কিছু করার চেষ্টা করতে গিয়েই এই ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। বললেন, ‘মুস্তাফিজ তার বোলিংয়ে নতুন একটা পরীক্ষা করতে চেয়েছিল। ও নতুন নতুন কিছু শিখতে চায়, তাই ব্যাথাটা হয়তো সেখান থেকে আসতে পারে। আর আন্তর্জাতিক ক্রিকেটে ও হঠাৎ করেই এসেছে, একটু বেশি বোলিং করে ফেলেছে। প্রত্যাশা ও মানসিক চাপ থেকেও হতে পারে। এমনকি ও যেভাবে স্লোয়ারগুলো মারে তাতে নতুনত্ব আনতে গিয়েও হতে পারে।’ তার বোলিং খেলতে প্রতিপক্ষ দল ভালো প্রস্তুতি নিয়ে মাঠে আসেন তা জানেন মুস্তাফিজ। তাই নিয়মিত নতুন নতুন অস্ত্র যোগ করতে চান তিনি। আর তাই সবসময় নিজের বোলিংয়ে কিছুটা পরিবর্তন আনেন বাঁ-হাতি এই পেসার, জানালেন সুজন। আর এ পরিবর্তন আনতে গিয়ে ছোটখাটো ব্যথা পেয়ে থাকতে পারে বলে ধারণা জাতীয় দলের ম্যানেজারের। বললেন, ‘ও (মোস্তাফিজ) চায় ম্যাচের মধ্যে নতুন নতুন কিছু করতে, যেটাতে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে। ও জানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিন তাকে কেউ না কেউ মনিটর করছে, তার বোলিং সম্পর্কে কিছু জানছে। ও ওটা থেকে ছোটখাটো পরিবর্তন আনতে চায়। হয়তো ওখান থেকে ছোটখাটো একটু লাগতেই পারে; কিন্তু আমার মনে হয় না এমন সিরিয়াস কিছু। সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি বিশ্বাস করি।’ এছাড়াও আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ দলের সকল কোচিং স্টাফরা ঢাকায় চলে আসবেন বলে জানান বিসিবির এই পরিচালক। ‘আমি জানি যে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সবাই চলে আসবে। ইনশাল্লাহ সবারই চলে আসার কথা অই সময়।’