নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘মলদ্বারে বাতাস ঢুকিয়ে’ শিশু হত্যার ঘটনায় সকালে ঐ তুলা কারখানার একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন জানিয়েছেন, সকালে ঐ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
তবে, পুলিশ বলছে, কারখানার কমপ্রেসর দিয়ে কারা ঐ শিশু শ্রমিকের মলদ্বারে বাতাস ঢুকিয়ে দিয়েছিল, সেটি এখনো জানা যায়নি।
এছাড়া ঐ ঘটনায় একজন কর্মকর্তাসহ চারজনের নামে মামলা করেছে শিশুটির পরিবার।
মামলার এজাহারে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মি. হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকেই মালিক পলাতক থাকলেও সকালে কারখানা খুলেছে এবং শ্রমিকেরা কাজ শুরু করেছে।
পুলিশ এখন সেখানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।