নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় পুনর্বিবেচনার বা রিভিউ আবেদনের শুনানি এক মাস পিছিয়ে ২৪ শে আগস্ট পুনর্নির্ধারণ করা হয়েছে।
রিভিউ শুনানির প্রস্তুতির জন্য দুই মাস সময় চাওয়া হয়েছিল।
এর আগে ১৯শে জুন ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম আলী।
২০১৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলো।
পরে মি. আলী ঐ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন।
চলতি বছর ৮ই মার্চ মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।