আন্তর্জাতিক ডেস্ক :
ইয়েমেনের বিপ্লবী হুথি আনসারুল্লাহ সমর্থিত যোদ্ধাদের হামলায় দেশটির দক্ষিণ সীমান্তে আগ্রাসী রাজতান্ত্রিক সৌদি আরবের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। সীমান্ত প্রদেশ নাজরানে চলা প্রায় আট ঘণ্টার সংঘর্ষে এসব সেনা নিহত হয়।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ইয়েমেন থেকে হুথি যোদ্ধারা কয়েকটি স্থান দিয়ে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষ শুরু হয়। সৌদি আরব ও আনসারুল্লাহ যোদ্ধাদের মধ্যে যখন যুদ্ধবিরতি চলছে তখন এই সংঘর্ষের খবর বের হলো। গত ১০ এপ্রিল থেকে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
১৫ মাস ধরে সৌদি আরব ও কয়েকটি আরব দেশ দারিদ্র পীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে যার বেশিরভাগই বেসামরিক লোকজন। আনসারুল্লাহ যোদ্ধাদের পাল্টা হামলায় সৌদি আরবের বহু সেনা মারা গেছে। এ অবস্থায় জাতিসংঘের উদ্যোগে দু পক্ষের মধ্যে কুয়েতে শান্তি আলোচনা চলছে। তিন মাস ধরে এ আলোচনা চললেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নি কেউ। দু পক্ষই নানা ইস্যুতে একে অপরকে দোষারোপ করছে।