বিনোদন ডেস্ক :
পাকিস্তানে নিষিদ্ধ হলেন সানি লিওন! না। ঠিক সানি নন। সানির পারফর্ম করা গানকে নিষিদ্ধ ঘোষণা করল পাক সেন্সা বোর্ড। বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি। আগামী বছর মুক্তি পাবে শাহরুখ খানের পরবর্তী বিগ বাজেটের ছবি ‘রাইস’। আর সেখানেই একটি আইটেম ডান্স করেছেন সানি। কিন্তু গোটা ছবিটি দেখানো গেলেও ওই একটি গান নিয়েই আপত্তি তুলেছে পাক সেন্সর বোর্ড। ব্যাপক খোলামেলা হয়ে এ গানে পারফর্ম করেছেন বলেই সেন্সর বোর্ড নিষিদ্ধ করেছে এ গান। তাই পাকিস্তানে ‘রাইস’ মুক্তি পেলেও দেখানো হবে না সানির আইটেম ডান্স। ছবিতে শাহরুখ ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকি, মাহিরা খানসহ অনেকেই অভিনয় করেছেন। তবে পাক সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের বিপরীতে বিষয়টি নিয়ে ‘রাইস’ সদস্যদের কেউই এখনও মুখ খোলেননি।