আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কর্তৃপক্ষ আরো ৪৭ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দেশটির সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে কথিত যোগসাজশের অভিযোগে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত সোমবারও দেশটিতে একই অভিযোগে ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, জামান সংবাদপত্রের কলাম লেখক, নির্বাহী কর্মকর্তা এবং কর্মীদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
গত মার্চে তুর্কি কর্তৃপক্ষ জামান, জামান টুডে এবং সিয়ান নিউজ এজেন্সির নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। এগুলো সবই দেশটির ফেজা নিউজ মিডিয়া গোষ্ঠীর অংশ। আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত ফতেউল্লাহ গুলেনের সঙ্গে এ মিডিয়া গোষ্ঠীর নিবিড় সম্পর্ক আছে বলে দাবি করা হয়ে থাকে।
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানে মোট ২৯০ ব্যক্তি নিহত এবং ১৩ হাজারের বেশিকে আটক করা হয়েছে।