আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ইউরোপের জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হুমকি আগে কখনো এতটা মারাত্মক ছিল না। একইসঙ্গে তিনি উগ্র এ সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডি এলাকার একটি গির্জায় পণবন্দী নাটকের অবসানের একদিন পর ওলাঁদ এ মন্তব্য করলেন। গতকাল নরম্যান্ডি অঞ্চলের গির্জায় দুই ব্যক্তি ছুরি নিয়ে অন্তত ছয় ব্যক্তিকে পণবন্দী করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হামলাকারী দুই সন্ত্রাসীকে হত্যা করেছে। অবশ্য তার আগেই সন্ত্রাসীরা গির্জার এক যাজককে গলা কেটে হত্যা করে। দায়েশের খবরের কথিত ওয়েবসাইট ‘আমাক’ দাবি করেছে, হামলাকারীরা দায়েশের সদস্য।
এ হামলা সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আইনের মধ্যে থেকেই দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে প্যারিসের সব শক্তি নিয়োগ করা উচিত। তিনি বলেন, সন্ত্রাসী এই গোষ্ঠীর বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে লড়াই অনেক বেশি দীর্ঘ হবে। এ লড়াইয়ে তার সরকার কঠোরভাবে পুলিশ, গোয়েন্দা ও অন্যসব শাখাকে কাজে লাগবে বলেও মন্তব্য করেন ওলাঁদ।