আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানে আসার বিষয়ে তার নির্ধারিত সফরসূচি বাতিল করেন নি বরং তিনি সঠিক সময়েই তেহরান সফর করবেন। টোকিওতে ইরানি দূতাবাসের একটি সূত্র এ তথ্য দিয়েছে।
সোমবার জাপানের কিয়োদো বার্তা সংস্থা সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রী অ্যাবে পূর্ব নির্ধারিত ইরান সফর বাতিল করেছেন। আগামী আগস্ট মাসের শেষ দিকে এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিয়োদো বার্তা সংস্থা বলেছে, অ্যাবে ইরান সফর করবেন কিনা তা ঠিক করার জন্য নভেম্বর মাসে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু ইরানি দূতাবাসের সূত্র বলছে, শিনজো অ্যাবের সফরসূচি এখনো তার এজেন্ডাতে রয়েছে এবং সঠিক সময়ে তা অনুষ্ঠিত হবে। এ সফরের মাধ্যমে দু দেশের অগ্রসরমান সম্পর্ক আরো গভীর হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইরানি সূত্রটি বলেছে, অ্যাবের সফর বাতিল করার খবর নিতান্তই গণমাধ্যমের কল্পনা এবং এ বিষয়ে জাপানের কোনো সরকারি সংস্থা এখন পর্যন্ত সফরের কোনো তারিখ ঘোষণা করে নি।
গত ৭ মার্চ জাপানের নিক্কি পত্রিকা বলেছিল, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আগস্ট মাসের শেষ দিকে ইরান সফর করতে পারেন। তিনি এ সফরে এলে তা হবে ৩৮ বছরের মধ্যে জাপানের কোনো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথম সফর। সর্বশেষ ১৯৭৮ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী তাকিও ফুকুদা ইরান সফর করেছিলেন।