আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনিদের ১১টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। সোমবার দিবাগত রাতভর ইসরাইলের নিরাপত্তা বাহিনীর যানবাহন ও বুলডোজার গিয়ে জেরুজালেমের উপকণ্ঠে কালানদিয়া এলাকায় ঔ ধ্বংসযজ্ঞ চালায়।
ইসরাইল কর্তৃপক্ষ দাবি করছে ঔ এলাকায় ভবন নির্মাণের অনুমতি দেয়া হয় নি তাদেরকে। এ বিষয়ে ইসরাইল কর্তৃপক্ষের জবাব চাইলে কোন সাড়া দেয় নি তারা। রিপোর্টে বলা হয়েছে, যে সব বাড়ি ভেঙে দেয়া হয়েছে তার মধ্যে ২টি বাড়ি পশ্চিমতীরে, ৯টি পূর্ব জেরুজালেমে। পূর্ব জেরুজালেমে যে দুটি বাড়ি ধ্বংস করা হয়েছে তাতে মানুষ বসবাস করতো।
ইসরাইল এই ধ্বংসযজ্ঞ চালানোর সময় সেখানে সংঘর্ষ দেখা দেয় স্থানীয়দের সঙ্গে। এতে বেশ কিছু ফিলিস্তিনি আহত হন। ধ্বংস করা হয়েছে এমন একটি দোতলা ভবনে বসবাস করতেন গৃহহীন ৪৪ জন মানুষ। এর মধ্যে ছিল ১১টি শিশু।