ঢাকা: মতিঝিল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারী করেন।
মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন-বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, মীর শরাফত আলী শফু, মারুফ কামাল খান সোহেল প্রমুখ।
২০১৫ সালের জানুয়ারি মাসে হরতাল অবরোধ চলাকালে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে।
২০১৬ সালের প্রথমদিকে আসামিদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সূত্র : শীর্ষ নিউজ