আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, “মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো স্বাধীন সিরিয়ার অস্তিত্ব সহ্য করতে পারে না বলেই তারা দামেস্ক সরকারের বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন করা শুরু করেছে।”
সিরিয়া সফররত গ্রিস সংসদের একটি প্রতিনিধিদলের সঙ্গে রাজধানী দামেস্কে বৈঠকে বাশার আসাদ এ মন্তব্য করেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, সিরিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর নেতাদের যে সমস্যা তা হচ্ছে- সিরিয়া স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। ফলে তারা সিরিয়ার সরকার-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করা শুরু করেছে। এর মাধ্যমে তারা সিরিয়াকে দুর্বল করছে এবং সিরিয়াকে তারা তাবেদার রাষ্ট্র বানাতে চায়।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রতি সমর্থন আমেরিকা ও পশ্চিমাদের জন্য ব্যুমেরাং হয়েছে। মার্কিন সরকার দায়েশ-বিরোধী অভিযানের নামে মূলত বেসামরিক লোকজনকে হত্যা করছে বলেও বাশার আসাদ মন্তব্য করেন। সিরিয়ায় যেসব সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষের বিরুদ্ধে হামলা চালাচ্ছে তা থেকে বিশ্ববাসীর জন্য অনেক শিক্ষা রয়েছে।