আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, পরমাণু অস্ত্র কোনো তামাশার বস্তু নয় এবং কোনো অবস্থাতেই কারো এ অস্ত্র ব্যবহার করা উচিত হবে না।
রাশিয়া টুডে’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। জারদারি বলেন, “আপনি পরমাণু অস্ত্রের উন্নয়ন করতে পারেন এবং এটি রাখতে পারেন; আপনি এর ছবিও দেখাতে পারেন কিন্তু মনে রাখতে হবে- পরমাণু অস্ত্র কোনো কৌতুকের বিষয় নয়; আপনি এর ব্যবহার করতে পারেন না।”
সাবেক পাক প্রেসিডেন্ট মনে করেন না- কাশ্মির ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হতে পারে। দু দেশের মধ্যকার বর্তমান টানাপড়েনের কারণ হিসেবে তিনি বলেন, কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে এসব হচ্ছে। তিনি বলেন, “দেখুন তো কত সংখ্যক কাশ্মিরি জনগণ পাকিস্তানে বসবাস করে; এমনকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজেই কাশ্মিরের অধিবাসী ছিলেন।”
সাক্ষাৎকারে আসিফ আলী জারদারি বলেন, “বিশ্বের সামনে সম্ভবত এখন সময় এসেছে একে অপরের দিকে পরমাণু অস্ত্র তাক করা বন্ধ করার এবং আলোচনায় বসার যাতে এ অস্ত্রের হাত থেকে মুক্তির উপায় বের করা যায়।”