ক্রীড়া ডেস্ক :
কয়েক মাস পরেই শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। ধারণা করা হচ্ছিলো হয়তো অভিমান ভুলে আবারো জাতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে হেরে অবসরের ঘোষণা দেওয়া মেসিকে। তবে সে সম্ভাবনা নাখচ করে দিয়েছে মেসির পরিবারের এক সদস্য।
জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কমকে পরিবারের এক সদস্য জানান, ‘বর্তমানে সে জাতীয় দলের কোন সদস্য নয়। আর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে মেসির খেলার সম্ভাবনাও কম।`
এদিকে আলবেসেলিস্তা গভর্নি বডি চাইছে মেসি আর্জেন্টিনার পরবর্তী কোচ নির্বাচনে ভূমিকা রাখবে। এ নিয়ে পরিবারের সূত্রটি আরও বলেন, ‘মেসি কোচ নিয়োগের ক্ষমতা রাখে না। এছাড়া সে কাউকে বরখাস্তও করতে পারে না।’
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর মেন্দোজায় উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর পাঁচ দিন পরে ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।