নিজস্ব প্রতিবেদক :
কাপ্তাইয়ে মসজিদের ঈমামসহ তিন পলিটেকনিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- মসজিদের পেশ ইমাম লোকমান হোসেন (৪৫), কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের ছাত্র ইলিয়াছ রাফি (২০), আবদুল্লাহ আল মামুন (১৮) এবং রাশেদুল ইসলাম (১৮)।
কাপ্তাই থানার উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা মসজিদে জামায়াত-শিবিরের গোপন বৈঠক করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।