রাজশাহী প্রতিনিধি : বিদ্যুৎ হয়তো আরো অন্য কোনো উপায়ে উৎপাদন করা সম্ভব হবে, কিন্তু সুন্দরবন একবার নষ্ট হলে তা আর সৃষ্টি করা সম্ভব হবে না। তাই সুন্দরবন ধ্বংস করে কোনো ভাবেই রামপাল বিদ্যুতকেন্দ্র হতে দেয়া যাবে না।
শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ‘বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র’ চুক্তি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় এ কথা বলেন।
তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করার প্রক্রিয়া চলছে। এই বিদ্যুতকেন্দ্র চালু হলে বাংলাদেশ চরম হুমকির মুখে পড়বে। সুন্দরবন নষ্ট করে বিদ্যুত চাই না। তাই যত বাধা আসুক, আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
এসময় বক্তরা ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার সময় তেল-গ্যাস রক্ষা কমিটির ওপর পুলিশি হামলার নিন্দা জানান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের পেছন থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। মিছিলটি সেখান থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে মিছিলটি নিয়ে টুকিটাকি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, প্রচার সম্পাদক সুমন মোড়লসহ প্রগতিশীল ছাত্রজোটোর নেতারা উপস্থিত ছিলেন।