আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহযোগিতায় দেশটির সামরিক বাহিনীর হামলায় সাত সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের কাছে শনিবার এ হামলা হয়েছে।
সৌদি আরবের সামরিক কমান্ড এক বিবৃতিতে এ খবর স্বীকার করে জানিয়েছে,ইয়েমেনি সেনাদের হামলায় তাদের এক সামরিক কর্মকর্তাসহ সাত সৈন্য নিহত হয়েছে। ইয়েমেনের হুথি আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের সীমান্তে এবং এর ভেতরে প্রায়ই সৌদি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
১৫ মাস ধরে সৌদি আরব ও কয়েকটি আরব দেশ তাদের পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দেয়ার লক্ষ্যে দারিদ্র পীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে যার বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর পরিপ্রেক্ষিতে আনসারুল্লাহ যোদ্ধারাও সৌদি সেনাদের ওপর পাল্টা হামলা চালাচ্ছে।