বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর একটি চলচ্চিত্রের ডাবিংয়ে অংশ নিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছোট পর্দার জনপ্রিয় পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি অনেক দিন আগে ‘টু বি কন্টিনিউড’ নামে একটি ছবির শুটিং শুরু করেন। নানা কারণে তা বন্ধ হয়ে যায়। তবে এ বছরের শুরুতে এ ছবির অডিও গানগুলো অনলাইনে রিলিজ করার পর সম্প্রতি শুরু হয়েছে এর ডাবিংয়ের কাজ। ডাবিংয়ে নিয়মিত অংশ নিচ্ছেন পূর্ণিমা। তাহসান ও পূর্ণিমা অভিনীত প্রথম ছবি এটি। এ ছবিটি নিয়ে পূর্ণিমা গণমাধ্যমকে বলেন, ছবিটি মাঝপথে নানা কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তবে এ ছবির গানগুলো দর্শকরা অনেক পছন্দ করেছেন। বর্তমানে ডাবিংয়ের কাজ চলছে। আমার অংশের ডাবিং শেষ হয়েছে। আমার বিশ্বাস, শুধু গান না, ছবিটিও দর্শকরা পছন্দ করবেন। এ ছবিতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও মিশু সাব্বির।