নিজস্ব প্রতিনিধি
নাটোর: নাটোর লালপুর উপজেলার এবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেম্বর আব্বাস উদ্দিন (৫৫) দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন।
শনিবার রাত সোয়া ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ৮টার দিকে বরমহাটি স্কুলের কাছে তিনিসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা উজির আলী শেখ (৬২) দুর্বৃত্তদের হামলায় আহত হন।
আব্বাস উদ্দিন লালপুর উপজেলার বরমহাটি গ্রামের মৃত বলাই শেখ ও উজির আলী শেখ একই গ্রামের মৃত কমর উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আব্বাস উদ্দিনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সোয়া ১০টায় তার মৃত্যু হয়।
আহত ওয়ার্ড আওয়ামী লীগের নেতা উজির আলী শেখকে (৬২) লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান ওসি।