নিজস্ব প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাটে জোড়া খুনের মামলায় ২৩ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো: আবুল বাশার মুন্সি এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ১৪ জুন কালিয়া উপজেলার গাজীরহাটে শাহিন ও লিচু নামের দুই ব্যক্তিকে হত্যাকান্ডের ঘটনায় ২৯ জনকে আসামি করে মামলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ ২৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে ১৯ জন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া চারজন পলাতক আছেন। ছয়জন মারা গেছেন।