বিনোদন ডেস্ক :
এক কোটি পেরুল ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। ইমরানের গাওয়া এই গানটি ইউটিউবে বাংলা গানের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যকবার দেখা হয়েছে বলে দাবি করেছেন এই মিউজিক ভিডিওর নির্মাতা আশিকুর রহমান।
এ প্রসঙ্গে আশিকুর রহমান বলেন, ‘৩১ জুলাই দুপুর সাড়ে ১২টা আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এ সময় আমার নির্মিত মিউজিক ভিডিওটি এক কোটিবার দেখা পূর্ণ হয়। ইমরান গাওয়া বলতে বলতে চলতে চলতে গানটি এখন পর্যন্ত বাংলা গানের ইতিহাসে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যকবার দেখার রেকর্ড গড়েছে। এই অর্জন আমাদের সবার। অসাধারণ গাওয়ার জন্য ধন্যবাদ ইমরানকে। অসাধারণ গানের কথা লেখার জন্য ধন্যবাদ শফিক তুহিন ভাইকে।’
এই গান ও মিউজিক ভিডিওর টিম, সকল শুভানুধ্যায়ী, সমালোচক, দর্শকসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আরো ভালো কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন এই নির্মাতা।
শফিক তুহিনের কথায় গানটির সুর-সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন ইমরান। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তানজিন তিশা ও ইমরান। গত বছর ৫ এপ্রিল ইউটিউবে প্রকাশ করা হয় গানটি। বছর পেরুতে এক কোটির মাইলফলক ছাড়িয়েছে গানটি।