কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি আজ।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ায় ছিটমহলের মানুষ সারারাত আলোর মিছিলসহ নানা কর্মসূচি পালন করে। এক বছর পর একই সময়ে মোমবাতি প্রজ্বালনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটিকে স্মরণ করছে বিলুপ্ত ছিটের অধিবাসীরা।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ২০১৫ সালে ছিটমহল বিনিময়ে সম্মত হয় শেখ হাসিনা-নরেন্দ মোদি সরকার। আন্দোলনের পুর্ণতা পান দু’দেশের ১৬২টি ছিটমহলের প্রায় ৫৮ হাজার মানুষ। বাংলাদেশের ভু-খণ্ডে যুক্ত হয় ভারতের ১১১টি ছিটমহল ও ভারতের ভু-খণ্ডে যুক্ত হয় বাংলাদেশের ৫১টি ছিটমহল।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমম্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১ বছর আগে মুক্তি পাওয়া দিনটিকে স্মরণ করতে দাসিয়ার ছড়ায় রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন করেছি। সকালে মিলাদ মাহফিল হয়েছে। দিনভর চলবে খেলা-ধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠিানসহ নানা আনন্দ আয়োজন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক খান নুরুল আমিন জানান, ৬৮ বছরের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে দেশের মূল স্রোতের সঙ্গে একীভূত করতে বিলুপ্ত ছিটমহল গুলোতে রাস্তা, বিদ্যুৎ, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।