নিজস্ব প্রতিবেদক: জামালপুরে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফলে মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে তিন উপজেলার ট্রেনযাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।
এদিকে বন্যার পানিতে ডুবে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে সুদির নবদাসের স্ত্রী কমলিনী (৩৫) ও সাপধরী ইউনিয়নের মাহমুদ ফকিরের স্ত্রী হাওয়া খাতুনের (৬০) মৃত্যু হয়েছে।
যমুনার পানি কমতে পেতে শুরু করলেও জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি-দেওয়ানগঞ্জ সড়ক, এবং বাউশি ফুলবাড়িয়ায় নামক স্থানে জামালপুর- সরিষাবাড়ি সড়ক ভেঙে সরিষাবাড়ির সঙ্গে জামালপুর সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে সরিষাবাড়ি রেল লাইনের ওপর পানি প্রবেশ করায় জামালপুর সদরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। হুমকির মুখে পড়েছে জামালপুর-তারাকান্দি রেলপথ।