রাজশাহী প্রতিনিধি : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় লরির ধাক্কায় জহুরুল ইসলাম (৪৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। জহুরুল ইসলাম বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার তিনদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) কঙ্কন বিশ্বাস জানান, জহুরুল ইসলাম সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রাজশাহী থেকে চট্টগ্রামগামী একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।