আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিজেপি শাসিত হরিয়ানায় গরুর গোশত পাচারের অভিযোগে এক মুসলিম যুবককে ব্যাপক মারধর করেছে গো-রক্ষা কর্মীরা।
আজ (রোববার) গণমাধ্যম সূত্রে প্রকাশ, গো-রক্ষা কর্মীরা ওয়াসিম নামে এক মুসলিম যুবককে মারধর করছে- এমন ভিডিও চিত্র প্রকাশ্যে এসেছে। ভিডিওটি গত ৬ মে’র হলেও গত শুক্রবার থেকে তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মহাসড়কের পাশে কয়েকজন যুবক ২০ বছর বয়সী ওয়াসিমকে অত্যন্ত ক্ষিপ্র গতিতে নির্মমভাবে প্রহার করছে। ওয়াসিম হরিয়ানার মেওয়াত জেলার পাঁচগাঁওয়ের বাসিন্দা। তার বিরুদ্ধে মেওয়াতে গরুর গোশত পাচারের অভিযোগ করেছে গো-রক্ষাকারী সদস্যরা।
তিন দুর্বৃত্ত নির্দয়ভাবে পেটানোর সময় ওই মুসলিম যুবক আর্তনাদ করে তাদের পায়ে ধরে না মারার আকুতি জানালেও তারা ক্ষান্ত হয়নি। অধিকন্তু পিস্তল হাতে এক ব্যক্তি তাকে গুলি করে হত্যার হুমকি দেয়। এদের মধ্যে এক ব্যক্তি বলতে থাকে ‘কী তুই কি আমার মাকে হত্যা করবি’? ভিডিওটির শেষের দিকে একটি মোটর বাইকের ডিগিতে কিছু গোশতের ছবি দেখানো হয়।
ওই ভিডিও চিত্রটি খোদ এক গো-রক্ষক তথা বজরং দলের সমন্বয়ক ফেসবুকে শেয়ার করেছে। মনু নামে ২৪ বছর বয়সী এক যুবক এটি শেয়ার করে তাতে লিখেছে গরু রক্ষা দলের এটি তৃতীয় সাফল্য।
মিডিয়াতে দেয়া সাক্ষাৎকারে মনু বলেছে, ‘আমরা হিন্দু এবং গরু আমাদের মা। যদি লোকেরা আমাদের গুন্ডা বলতে চায় তো বলুক, কোনো আপত্তি নেই। আমরা মাকে রক্ষা করছি।’
লোমহর্ষক ওই ভিডিও চিত্রটি রাজু সিং নামে এক ব্যক্তি ধারণ করেন। তিনি ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য। ওয়াসিমের বিরুদ্ধে তারা সোহনা থানায় এফআইআরও দায়ের করেছে। যদিও এ নিয়ে পরবর্তীতে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে বা ভিডিওতে দেখানো ওই গোশত কিসের ছিল তা নিয়ে কিছু জানা যায়নি।