নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ‘বিটুমিনের রাস্তা অল্প বৃষ্টিতেই গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে জনগণের ভোগান্তি অনেকাংশে বেড়ে যায়। এ ছাড়া ব্যয়ও দিগুণ হয়ে যায়। এ জন্য স্লাব ভিত্তিক কংক্রিটের রাস্তা তৈরি করতে হবে।’
প্রতিমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী কারাবন্দিদের দক্ষতা অর্জনের ওপরে গুরুত্বারোপ করেছেন।
একনেক বৈঠকে ১ হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকার সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সাতটি প্রকল্পে সরকারি তহবিল থেকে ১ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা খরচ করা হবে।