মেহেরপুর প্রতিনিধি :
সোমবার গভীর রাতে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের দোয়াত আলীর স্ত্রী নিছারন খাতুন (৬০) সোমবার দুপুরে হৃদরোগে মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে গ্রামের গোরস্থানে তার লাশ দাফন করা হয়। রাতের কোন এক সময় লাশটি চুরি হয়। মঙ্গলবার সকালে কবরের পাশে কাফনের কাপড় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি নিশ্চিত হন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, চুরি হওয়া লাশের সন্ধানে পুলিশ কাজ করছে।