নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে সাহারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সাহারুল উপজেলার কাজীপুর গ্রামের ফুলতলাপাড়ার বাসিন্দা। দুপুরে নিজ বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন। তিনি স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ছিলেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এম কে রেজা জানান, তাদের এখানে আসার পর চিকিৎসাধীন অবস্থানয় সাহারুল মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।