নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ট্রাক চাপায় আর্জিযোজন অখন্ড (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
নিহত অখন্ড পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। এ ঘটনায় ট্রাকসহ চালক রাসেল ও হেলপার নাছিরকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে নতুন বাজার বিশ্বরোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অখন্ডের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই পঙ্কজ শীর্ষ নিউজকে জানান, গুরতর আহতবস্থায় পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান, রাতে দায়িত্ব পালন করার সময় একটি ট্রাককে থামার সংকেত দিয়ে ট্রাক চালক না থেমে চলে যেতে চায়। এসময় অখন্ড ট্রাকটির গতিরোধ করার চেষ্টা করলে তিনি ট্রাকের নীচে চাপা পড়েন। তাকে গুরতর আহত অবস্থায় মেডিকেলে পাঠালে তার মৃত্যু। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।