Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
আবার বিশ্ব একাদশে তামিম ইকবাল

আবার বিশ্ব একাদশে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক:

আবারও বিশ্ব একাদশের হয়ে খেলার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের এক নম্বর ওপেনার তামিম ইকবাল। আগামী ১৯ আগস্ট নরওয়ের একটি দাতব্য প্রতিষ্ঠানের আয়োজনে পাকিস্তানের একটি দলের বিপক্ষে অল স্টার্স ওয়ার্ল্ড এলিভেনের হয়ে খেলবেন তিনি।

tamim is disappointed for being out of international cricket

এর আগে ২০১৪ সালে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের ২০০ বছর পূর্তির আয়োজনেও বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। সে হিসেবে এবার দ্বিতীয়বার বিশ্ব একাদশে জায়গা হলো আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে রান সংগ্রহকারী ব্যাটসম্যানের।

এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে নরওয়ের রাজধানী অসলোতে। এই ম্যাচে খেলবেন শোয়েব আখতার, শহিদ আফ্রিদি, উমর আকমল, সনাথ জয়সুরিয়া, ইরফান পাঠান, ইউসুফ পাঠানের মতো তারকারা। এতে পাকিস্তানের দলটির নেতৃত্ব দিবেন তাদের বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।

জানা গেছে, নরওয়ের একটি ক্রিকেট ক্লাবের অধীনে ‘প্লে ফর পিস’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান আছে। তারাই এই ম্যাচটির আয়োজক। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে বলে জানা গেছে।

২০১৩ সালে অসলোতে একই ধরনের আরেকটি আয়োজন হয়েছিলো। তাতে নরওয়ের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছিলো এবং ম্যাচটি দারুণভাবে সমাদৃতও হয়েছিলো। আয়োজকদের আশা, এবারের আয়োজন আগের আয়োজনের চেয়েও ভালো কিছু হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

August 2016
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll To Top