নিজস্ব প্রতিবেদক :
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
দাদন ফকির বলেন, এ বিষয়ে আগে নেপাল অ্যাম্বাসিকে জানানো হয়। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আটককৃতদের ওই দেশে ফেরত পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই নেপালিরা এক মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে ১ মে ভারত হয়ে বাংলাদেশে আসেন। জুন মাসে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা বাংলাদেশে অবস্থান করছিলেন। গত রাতে তাদেরকে ঢাকা থেকে পুলিশ হেফাজতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আনা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ৪৪ নেপালি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া পায়নি। তারা বনানীর একটি হোটেলে কাজ করতেন। অবৈধভাবে বসবাস করার অপরাধে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে ৪৪ নেপালিকে আটক করে পুলিশ।