আন্তর্জাতিক ডেস্ক :
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রুয়েন শহরের কিউবা লিব্রে বারে শুক্রবার রাতে একজনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল। এ সময় ওই অগ্নিকাণ্ড ঘটে। রাত ১২টা ৫০ মিনিটে অগ্নিনির্বাপণ বাহিনী খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হতাহতদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে দুর্ঘটনাবশত একটি বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে।