ঢালাওভাবে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেয়া বন্ধ করবেন না বলে বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি তার ফেসবুকে এক স্ট্যাটাসে এই অনুরোধ করেন।
প্রতিমন্ত্রী তার স্ট্যাটাসে বলেন যে, ‘এই ঢাকা শহরে মাথা গোঁজার ঠাই খুঁজতে আমাকেও অনেক হয়রানি সহ্য করতে হয়েছে।’
‘বাড়িওয়ালাদের উদ্দেশ্যে অনুরোধ, ঢালাওভাবে ব্যাচেলরদের বাড়ী ভাড়া দেয়া বন্ধ করবেননা। জংগী সন্দেহে যদি এটা করেন তাহলে মনে রাখবেন বিবাহিত মানুষও জংগীর খাতায় নাম লিখিয়েছে, সম্ভবত শিশু সহও!’
‘কেউ আপনাদের হয়রানি করবেনা যদি আপনারা সব তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানায় দিয়ে থাকেন। এবং এই তথ্য সংগ্রহ সর্বক্ষেত্রেই প্রযোজ্য।’
দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু সন্ত্রাসী ঘটনায় সম্পৃক্তরা ঢাকায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। এ কারণেই মূলত ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বাড়িওয়ালারা। কেউ কেউ বাড়ির সামনে সাইনবোর্ড ঝুলি বলে দিয়েছেন যে, ব্যাচেলর ভাড়া দেয়া হয় না।
এই পরিস্থিতি বেশ ঝামেলায় পড়ে গেছেন পড়াশোনা বা চাকরির সূত্রে ঢাকায় থাকা ব্যাচেলররা। ঢাকায় ব্যাচেলরদের একটি সংগঠন এ ব্যাপারে নানা কর্মসূচিও গ্রহণ করেছে। সব মিলিয়ে ভালো নেই ঢাকার ব্যাচেলররা।