ক্রীড়া ডেস্ক :
বার্সেলোনা এই সুপারস্টারের সঙ্গে দেখা করার আগে পুরনো কোচের কৌশল নিয়ে সমালোচনা করেছেন বাউজা। আর্জেন্টিনা নতুন কোচ মনে করেন, জেরার্ডো মার্টিনোর কৌশলের কারণেই কোপা আমেরিকায় ভুগতে হয়েছে মেসিকে।
সর্বশেষ দুটি কোপা আমেরিকার ফাইনালে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দুইবারই মেসির নেতৃত্বে শিরোপা জিততে ব্যর্থ হয়ে আলবিসেলেস্তেরা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার বিশেষ আসরে স্বপ্নের শিরোপা জিততে ব্যর্থ হয়ে ক্ষোভে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন পাঁচ বারের ব্যালন ডি’অরজয়ী মেসি।
তবে সর্বশেষ কোপায় মেসিকে খেলানোর কৌশলে সমস্যা ছিল উল্লেখ করে বাউজা বলেন, ‘কোপা আমেরিকায় সে (মেসি) বেশ ভুগেছিল। তার খেলার ধরনে সমস্যা ছিল। সে নিজেকে মেলে ধরতে পারেনি। আমরা জানি সে কিভাবে একটি ম্যাচ পরিবর্তন করে দিতে পারে।’
সরাসরি মার্টিনোর নাম উল্লেখ না করলেও মেসির খেলার ধরন নিয়ে বাউজা আরও বলেন, ‘মেসিকে আমরা এর আগে তিনটি পজিশনে খেলতে দেখেছি। একজন সেন্ট্রাল ফরোয়ার্ড, লিটল ডিপ এবং গার্দিওলা কিছু কিছু ম্যাচে তাকে ডানপ্রান্তে খেলিয়েছেন। আসল কথা হচ্ছে, তাকে সেই অবস্থানেই খেলতে দেওয়া উচিত যেখানে সে একটা পরিবর্তণ আনতে পারে। আর এজন্য দলের বাকিদের তাকে সাহায্য করা উচিত। আমরা পুরোপুরিভাবেই মেসির উপর নির্ভর করতে পারি না।’