নিজস্ব প্রতিবেদক :
বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় আটক জঙ্গিদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি জানান, আটক জঙ্গিরা বলে, মেরে ফেলেন, জান্নাতে যাবো।
শনিবার জাতীয় প্রেসক্লাবে একটি দৈনিক পত্রিকার ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আইজিপি এ কথা বলেন। এ সময় তিনি ধর্মের ভুল ব্যাখ্যা থেকে তরুণ সমাজকে বাঁচাতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান।
জঙ্গিবাদ স্থানীয় সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক সমস্যা জানিয়ে আইজিপি শহীদুল হক বলেন, দেশের ধর্মপ্রাণ ব্যক্তি এবং মাদ্রাসার শিক্ষকদেরকে জঙ্গীবাদ দমনে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, জঙ্গিরা মানবতার ওপর আঘাত হানে আর ব্লগাররা ধর্ম নিয়ে কটাক্ষ করে। একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে এটাই স্বাভাবিক।
এছাড়া গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়া হামলার প্রধান সন্দেহভাজন তামিম চৌধুরীকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে আবারও ঘোষণা দেন আইজিপি। তিনি বলেন, তথ্যদাতাকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তার পরিচয় গোপন রাখা হবে।
একই সাথে ব্লগার হত্যায় সন্দেহভাজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দেয়ার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এদের দুজনকে কেউ দেখলে বা সন্ধান পেলে আপনারা সরাসরি পুলিশকে জানাবেন।
সভায় আইজিপির সাথে আরও ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, একুশে টিভির নির্বাহী সম্পাদক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।