নিজস্ব প্রতিবেদক :
গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাসসেবা চালু হচ্ছে। এই বিশেষ রিকশা ও বাসসেবা চালুর সম্ভাব্য তারিখ ৯ আগস্ট (মঙ্গলবার) বলে জানা গেছে।
সূত্র জানায়, গুলশানে ২০০, বনানীতে ২০০, বারিধারায় ও নিকেতনে ৫০টি করে বিশেষ রঙের রিকশা চলবে। রিকশাচালক ও মালিকদের বিস্তারিত পরিচয় নেওয়া হয়েছে। একটি রিকশার জন্য তিনজন করে চালক থাকবেন। প্রতি চালক আট ঘণ্টা করে রিকশা চালাবেন।
পুলিশ প্লাজা থেকে গুলশান ২ নম্বর গোলচত্বর এবং কাকলি মোড় থেকে নতুন বাজার এই দুটি রুটে প্রতি ১০ মিনিট পরপর বাস ছাড়বে। এসব বাস হবে ছোট আকৃতির বিশেষ বাস।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েক দিনের মধ্যে বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাসসেবা চালু করা হবে বলে।
গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর কূটনীতিক পাড়ার নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে গণপরিবহন প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, গুলশানের ডিপ্লোমেটিক জোনে বিদেশিদের নিরাপত্তায় ৩০টি এসি বাস এবং ২০০ বিশেষ রঙের রিকশা নামানো হচ্ছে। এই এলাকায় হেঁটে প্রবেশের সব রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে।
শিগগিরই এসব যানবাহন চলাচল করবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, গুলশানের বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, রিকশাগুলো বিশেষ রঙের হবে, যেগুলো গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় চলাচল করবে। তবে প্রাইভেটকারসহ নিজস্ব যানবাহন চলাচল করতে পারবে।
হলি আর্টিসানে হামলার পর পুলিশের গাড়ি, মোটরবাইক ও টহল বাড়ানো হয়েছে জানিয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান বলেন, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় আগে ১২টি চেকপোস্ট ছিল। সেটি বাড়িয়ে ১৮টি করা হয়েছে। গুলশান লেকে দুটি স্পিডবোট সার্বক্ষণিক টহলের জন্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, বারিধারা এলাকায় প্রবেশের জন্য আটটি প্রবেশপথ ছিল। তা কমিয়ে এখন ওই এলাকায় প্রবেশ ও বের হওয়ার একটি করে রাস্তা খোলা রাখা হয়েছে। এ ছাড়া প্রতি দুই দিন অন্তর ব্লক রেইড দেওয়া হচ্ছে।