স্পোর্টস ডেস্ক : হঠাৎ যেন জ্বলে উঠলো লিভারপুল। আগের ম্যাচে রোমার কাছে তারা হেরেছিল (২-১ গোলে)। ধুঁকতে থাকা সেই লিভারপুলই কি না তারকাখচিত বার্সেলোনাকে নিয়ে ছেলেখেলা খেললো। শনিবার রাতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের খেলায় মেসি-সুয়ারেজদের ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে অলরেডসরা।
ওয়েম্বলিতে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে পাওয়া যায়নি তাদের চেনারূপে। মেসি-সুয়ারেজরা নিজেদের হারিয়ে খুঁজছিলেন! লিভারপুল শিবিরে ভীতি ছড়ানোর মতো আক্রমণই করতে পারেননি তারা! শেষমেষ পরাজয়কেই মেনে নিতে হলো লুইস এনরিকের শিষ্যদের।
এদিকে, ১৫ মিনিটের খেলা মাঠে গড়াতেই দারুণ একটি সুযোগ পায় লিভারপুল। সুযোগটি অবশ্য কাজেও লাগিয়েছেন ক্লুপের শিষ্যরা। ফিলিপে কুটিনহোর বানিয়ে দেয়া বলটি পায়ের আলতো ছোঁয়ায় বার্সার জালে জড়ান সাদিও মানে। তাই ১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে তারা নিজেদের আরো দারুণভাবে মেলে ধরেন কুটিনহো-মানেরা। অপরদিকে খেই হারানো বার্সা দিয়েছে ভুলের খেসারতও। ৪৭ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন হাভিয়ের মাসচেরানো। বার্সার এই তারকার ভুলে লিভারপুল এগিয়ে যায় ২-০ গোলে।
ঠিক পরের মিনিটেই ইংলিশ ক্লাবটির হয়ে গোল আদায় করে নিয়েছেন দিভোক অরিগি (৩-০)। আর বার্সার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে লিভারপুলের বড় জয় নিশ্চিত করেছেন মার্কো গ্রুইচ (৪-০)।