নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ৫০২ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধীদের সন্তান। শনিবার ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যপদ পেয়েছে দুই মানবতাবিরোধীর ছেলে।
তারা হলেন- মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত (কারাগারে মৃত্যু) আবদুল আলীমের ছেলে ফয়সাল আলীম।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, ফয়সাল আলীম জয়পুরহাট পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি। তবে হুম্মাম কাদের চৌধুরী বিএনপির কোনো পদে না থেকেই সরাসরি কেন্দ্রীয় কমিটির সদস্য পদ পেয়েছেন।
এছাড়া সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেও কমিটিতে ভাইস চেয়ারম্যানের পদে রাখা হয়েছে। তিনি আগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।