নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় মো. শাহজালাল ফরহাদ (২৫) নামে এক ব্যবসায়ি খুন হয়েছেন। রোববার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যবসায়ি জলসা মার্কেটের বিসমিল্লাহ কফি শপের মালিক বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি তারা।
নগরীর রেয়াজুদ্দিন বাজারের জলসা মার্কেট ক্ষুদ্র কারাখানা মালিক সমিতির সেক্রেটারি রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত ফরহাদের কফি শপ খোলা ছিল। সারাদিন দোকানদারী করে রাতে সেখানেই ঘুমাতেন তিনি। মাসুদ নামে এক ঘনিষ্ঠ বন্ধুও প্রায়ই তার সঙ্গে থাকতেন।
রফিকুল ইসলাম আরো বলেন, শনিবার বিকাল থেকে ফরহাদের কোন খোঁজ পাচ্ছিলেন না তার ভাই। সারারাত অপেক্ষা শেষে সকালে দোকানে এসে দেখে সাঁটার বাইরে থেকে তালাবদ্ধ। পরে বোনের কাছ থেকে দ্বিতীয় চাবিটি এনে সকাল সাড়ে ৮ টায় তালা খুলে ভিতরের একপাশে বস্তা দিয়ে ঢাকা ফরহাদের মরদেহ দেখতে পায়।
এ সময় সে বিষয়টি মার্কেট মালিক সমিতির প্রচার সম্পাদক সবুজকে জানালে তিনি সমিতির অন্যান্য নেতৃবৃন্দকে ডেকে আনেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান বলেন, বিষয়টি মার্কেটের লোকজনের কাছ থেকে জানতে পেরে তিনি কোতোয়ালি থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জলসা মার্কেট ক্ষুদ্র কারখানা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, নিহতের ছোট ভাই সকালে ফরহাদের বন্ধু মাসুদের মোবাইল ফোনে কল করলে সে ঢাকায় বলে লাইন কেটে দেয়। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। তবে ফরহাদের মরদেহ উদ্ধার আর বন্ধু মাসুদ হঠাৎ গায়েব হওয়ার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) তারিকুজ্জামান বলেন, সকালে জলসা মার্কেটের তৃতীয় তলায় বিছমিল্লাহ কফি শপ থেকে মালিক ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শনিবার বিকালে বা রাতে তাকে হত্যা করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত জানাতে চাননি।
এদিকে সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।