আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোয়েটা হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৮ আগষ্ট) সকালে এ ঘটনা ঘটে। এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে বলা হয় বেলুচিস্তান বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এডভোকেট বিলাল আনওয়ার কাশিকে কোয়েটায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এডভোকেট কাশিসহ আহতদের কোয়েটায় সিভিল হাসপাতালে নেয়া হলে সেখানে ফের বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন মারা যায়। আ্যডভোকেট বিলাল আনওয়ার কাশির ওপর হামলার খবর শুনে অনেক আইনজীবি হাসপাতালে ছুটে যান এবং সেখানে বোমা বিস্ফোরণে আক্রান্ত হন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এর অনলাইন সংস্করণে বলা হয়েছে এ হামলায় নিহতের সংখ্যা ১০। এছাড়া এক্সপ্রেস ট্রিবিউন নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে। সোমবার পাকিস্তানের উর্দু দৈনিক পাকিস্তান, দৈনিক জং ও দৈনিক খাবরিন এর অনলাইন সংস্করন এ খবর দিয়েছে।