আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরের পূর্ণাঙ্গ দখল নিতে প্রাণপণ লড়াই করছে দেশটির সরকারি বাহিনী। এতে সহায়তা দিচ্ছে রুশ বিমানবহর। অন্যদিকে, আলেপ্পোর একাংশের দখল নিজেদের হাতে রাখতে মরিয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো। ফলে শহরটিতে দু পক্ষের মধ্যে চলছে ভয়াবহ ও চূড়ান্ত সংঘর্ষ।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান (সোমবার) জানিয়েছেন, “বৃহত্তর লড়াইয়ের জন্য দু পক্ষই আলেপ্পোয় তাদের যোদ্ধার সংখ্যা বাড়াচ্ছে।”
তিনি জানান, সন্ত্রাসীদের দখলে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে সরকারি বাহিনীর পক্ষে প্রায় ২,০০০ সেনা অংশ নিচ্ছেন।
সিরিয়ার আল-ওয়াতান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আলপ্পো শহরের যে অংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছিল সে অংশ দখলের জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনা পাঠানো হয়েছে। পত্রিকাটি আরো বলেছে, সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর শিগগিরি হামলা চালাবে এবং তা এড়ানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে, সরকারি সেনাদের অভিযান প্রতিহত করার জন্য সিরিয়ার বিভিন্ন অংশ থেকে সহায়তা চেয়ে বার্তা পাঠাচ্ছে উগ্র সন্ত্রাসীরা।
গত কয়েকদিনের লড়াইয়ে আলেপ্পোয় শত শত সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে গতকালই রাশিয়ার একটি গণমাধ্যম খবর দিয়েছে, চলতি সপ্তাহের লড়াইয়ে অন্তত ২,০০০ সন্ত্রাসী নিহত হয়েছে।
২০১২ সাল থেকে আলেপ্পো শহরটি সরকারি সেনা ও সন্ত্রাসীদের মধ্যে বিভিক্ত হয়ে রয়েছে। একাংশের দখল রয়েছে সেনাবাহিনীর হাতে আর অন্য অংশের দখল রয়েছে সন্ত্রাসীদের হাতে। শহরটির পূর্ণাঙ্গ দখল নেয়ার জন্য সম্প্রতি সরকারি সেনারা অভিযান শুরু করেছে। আলেপ্পো মুক্ত করা সম্ভব হলে সিরিয়া থেকে সন্ত্রাসীদের নির্মূলের চূড়ান্ত ব্যবস্থা পাকাপোক্ত হবে বলে মনে করা হচ্ছে।