আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। সোমবার রাতে আঘাত হানা ওই ভূমিকম্পে বেশ কিছু বাড়ি-ঘরে সামান্য ক্ষয়-ক্ষতি হয়েছে।
রাজধানী কুইটোতে আঘাত হানা ওই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভূমিকম্পটি কুইটো থেকে ১০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।
কুইটোর বাইরের এলাকার বেশ কিছু বাড়ি-ঘরে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শহরের মেয়র মৌরিসিও রোডাস এক টুইট বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পের পর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।