নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের কচুয়ায় অলিউল্লাহ হত্যা মামলায় ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন; আবদুল কাদের মৃধা, নাজমুল হাসান, আবদুল হামিদ, মেহেদী হাসান, গৌরব ও হারুণ মৃধা। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই বর্তমানে পলাতক আছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেন আদালত। মামলায় বিভিন্ন সময়ে ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ জুলাই রাতে কচুয়া থানার শংকরপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে অলিউল্লাহকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় তার স্ত্রী জয়নাব বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩১ মার্চ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। ২০১৬ সালের ৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য চাঁদপুর থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করেন মন্ত্রণালয়।