আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আটকের সংখ্যা ১৬,০০০ ছাড়িয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে দেশটির আইনমন্ত্রী বাকির বোজদাগ এ ঘোষণা দিয়েছেন। তার এ সাক্ষাৎকার আজ (মঙ্গলবার) তুরস্কের টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার করেছে।
বাকির জানান, সেনা অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার সন্দেহে আরো ৬,০০০ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, ৭,০০০ ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে।
গত ১৫ জুলাই রাতে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ২৪৬ জন নিহত ও ২,১০০ মানুষ আহত হয়। এ ঘটনার পর হাজার হাজার মানুষকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তুর্কি সরকার অভিযোগ করছে, আমরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা দেশটির বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন সেনা অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। তারই অনুগত সেনারা অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিল। তবে গুলেন এসব অভিযোগ নাকচ করে আসছেন।