বিনোদন ডেস্ক : দেশের লোক সংগীতে দুই দিকপাল বলা চলে কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদারকে। তাদের মুখে ফিরে ফিরে বাজে হাজার বছরের বাংলার মাটি ও মানুষের গান। এই দুই শিল্পী ব্যক্তিজীবনে স্বামী-স্ত্রী। গানে-সুরের ভেলায় ভাসছে তাদের সুখের দাম্পত্য।
প্রায় সময়ই তারা একসঙ্গে হাজির হন নানা অনুষ্ঠান ও মঞ্চে। এবার তারা আসছেন মেয়ে শতাব্দী রায়কে সঙ্গে নিয়ে। বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আগামীকাল মঙ্গলবারের (১০ আগস্ট) অতিথি শিল্পী দম্পতি কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। তাদের সাথে আসবেন কন্যা শতাব্দী রায়ও। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে প্রচারিত হবে মঙ্গলবার রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।